পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অধিদপ্তরের উপ-পরিচালক মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসটিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৩৯৯ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।